১৯৯৮ সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত রৌমারী উপজেধীন রৌমারী সদর ইউনিয়নের কলাবাড়ী মৌজা এলাকায় কলাবাড়ী,বারবান্দা,বড়াইবাড়ী,চুলিয়ারচর গ্রামসহ পাশাপাশি ঝাউবাড়ী, দুবলাবাড়ী, বাওয়ারগ্রাম, ও ইজলামারী গ্রামের জনবহুল বিশাল এলাকায় সর্বসাধারনের নিরলস পরিশ্রম আন্তরিক সহযোগীতা ও তৎকালীন এমপি আলহাজ্ব গোলাম হোসেন, ২৮ কুড়িগ্রাম-৪ এর জমিপ্রদান, আর্থিক সহযোগীতা ও আন্তরিক প্রচেষ্টায় রংপুর আঞ্চলিক অফিস এর অধীনে ১৯৯৮ ইং সালে কলাবাড়ী বি,বি,সি নামে নিন্ম-মাধ্যমিক স্তরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সব সময় রাজনীতি, ধূমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান।প্রতিষ্ঠানটিতে লেখা পড়ার সুষ্ঠ পরিবেশ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সবধরনের ব্যবস্থাথা কবে, এ ধরনের প্রত্যয় নিয়ে এই বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছে। এই বিদ্যালয়টি পরবর্তীতে ২০০৩ সালে রাজশাহী বোর্ডের অনুমতিক্রমে কলাবাড়ী হতে বারবান্দা গ্রামে স্থানান্তরিত করা হয় এবং নিন্ম-মাধ্যমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়। সেই সময় বিদ্যালয়টিতে এমপি জনাব মোঃ রুহুল আমিন ২৮ কুড়িগ্রাম-৪ জমিদান করে দাতা সদস্য হন। বর্তমানে বিদ্যালয়টিতে জমির পরিমান সর্বমোট ৩.৯৮ একর। বিদ্যালয়টি বর্তমান সরকারী পরিপত্র অনুযায়ী সংক্ষিপ্ত নাম পরিবর্তন করে পূর্ণ নাম কলাবাড়ী, বারবান্দা, বড়াইবাড়ী, চুলিয়ারচর উচ্চ বিদ্যালয় করা হয়। বিদ্যালয়টিতে একটি সুসজ্জিত বই লাইব্রেরী একটি বিজ্ঞানাগার, দুইটি নামাজ ঘড় রয়েছে।বিদ্যালয়টিতে ২০১৬ সাল থেকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের ইতিহাস
Copyright © কলাবাড়ী, বারবান্দা, বড়াইবাড়ী, চুলিয়ার চর উচ্চ বিদ্যালয়
Design & Developed by : Atomsoft